শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শিবালয়ে সওজর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিবালয়ে সওজর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ 

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উথুলী ওভার ব্রিজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকান ও ঘর ভাড়া দিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। দখলের বিষয়ে ইতোপূর্বে প্রিন্ট মিডিয়ার সংবাদ প্রকাশ হলেও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করেননি মার্কেট মালিক কর্তৃপক্ষ। 

সরজমিনে গিয়ে জানা যায়, শিবালয়ের উথলী বাসস্ট্যান্ডের ফুট অভার ব্রিজের সাথে সড়ক ও জনপথের জায়গা দখল করে কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়ে ওই ব্যক্তি স্থায়ীভাবে আধা-পাকা স্থাপনা নির্মাণ করেছেন। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখলদারের প্রতিযোগীতায় নেমেছে কতিপয় ক্ষমতাধর দখলবাজরা। 

বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী কোন সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু তারা আইনের তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন।  

এলাকাবাসী বলেন, ইতোপূর্বে দখলদারীকে সড়ক ও জনপথ বিভাগ থেকে তিনবার চিঠির মাধ্যমে জানিয়েছে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য। এখন পর্যন্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। কিন্তু দখলদারিরা প্রভাবশালী হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ নিচ্ছে না কার্যকরী কোন পদক্ষেপ।  

এ বিষয়ে দখলদার বলেন, আমি আমার ম্যানেজারকে আপনার মোবাইল নম্বর দিচ্ছি সে আপনার সাথে কথা বলবে। ম্যানেজার ফারুক বলেন, সড়ক ও জনপথের জায়গা আমরা শুধু একা দখল করি নাই, অনেকেই দখল করে আছেন। আপনি উথলী মার্কেটের অফিসে আসেন আপনার সাথে বসে কথা বলবো।

এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, দখলকারীকে সড়ক ও জনপথ বিভাগ থেকে নোটিশ দেয়া হয়েছে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য। আর একটি নোটিশ দিয়েই আমরা অবৈধ স্থাপনা ভাঙার অভিযান পরিচালনা করবো।

টিএইচ